সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

কুয়াশায় গাড়ি চালাতে যে সাবধানতা ও লক্ষ্যনীয় বিষয় মনে রাখতে হবে।

 এই ঘন কুয়াশায় সেফ ড্রাইভিং করতে যেভাবে গাড়ি চালাবেন। যে সাবধানতা ও লক্ষ্যনীয় বিষয় মনে রাখতে হবে

ভিডিও:  https://youtu.be/4HLaFjX9RHI


How to driving car bangla. automatic car driving


মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

সব ঠিক থাকার পরেও গাড়ি স্টার্ট হয়না -কি কারনে

অনেক সময় সব ঠিক থাকার পরেও গাড়ি স্টার্ট নিচ্ছেনা। আপনি কি এমন সমস্যায় পরেছেন।
কোথাও গেলেন ভাল গাড়ি রেখে গেলেন এসে দেখলেন গাড়ি স্টার্ট নিচ্ছেনা।

হ্যা অনেক সময় আপনার গারির ইঞ্জিন পুরাতন হ লে প্লাগে ইঞ্জিন অয়েল আসলে গারির ডিস্টিবিউটর এর মধ্যে প্লাগের ক্যাপের মাথায় কারবন জমতে পারে।

ভিডিওতে দেখে আসি।।

https://youtu.be/tK1ZXRUnKWw

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

How to drive bike bangla-part 1



বাইক চালানো সবারই একটি শখ। মটরসাইকেল ড্রাইভিং সহজ নয়। এটি গাড়ি চালানোর চাইতে কঠিন বলে মনে হয়। এর চাইতে গাড়ি চালানো সহজ বলে আমার কাছে মনে হয়।



বাইক চালানোর জন্য মূল বিষয়  হলো ক্লাস ও এক্সেলেট্রর এ্যাডজাস্ট মেন্ট। সাইকেল চালাতে জানলে ভাল হয় তাহলে ব্যালেন্স রাখাটা সহজ হবে।



কিভাবে সহজে বাইক চালানো যায়? এই বিষয়টি নিয়ে একটি ভিডিও দিয়েছি  দেখুনঃ



https://youtu.be/rPXKHakheZE




শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

How to Safe driving bangla- ড্রাইভিং করতে হলে মানতে হবে





সেফলি ড্রাইভিং করতে কিছু নিয়ম মানতে হবে। আমার যত টুকু অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি। 



#how to car driving safely



#safedrivebd



#সেফলি ড্রাইভ 

How to Safe driving bangla- ড্রাইভিং করতে হলে মানতে হবে





সেফলি ড্রাইভিং করতে কিছু নিয়ম মানতে হবে। আমার যত টুকু অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি। 



#how to car driving safely



#safedrivebd



#সেফলি ড্রাইভ 

রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

ড্রাইভিং করতে প্রধান লক্ষ্যনীয় -পার্ট ২







গাড়ি চালাতে পারলেই ড্রাইভিং জানা হয় কি? ড্রাইভিং কোন মুখুস্ত বিদ্যা নয়। এটি চালাতে চালাতে অভিজ্ঞতা লাভ করতে হয়। তাই এক সেকেন্ড এ ঘটে যেতে পারে সারা জিবনের কান্না। তাই সেফ গাড়ি চালাতে যা যা আপনাকে খেয়াল রাখতে হবেই।



#গাড়ি চালানো



#ড্রাইভিং করতে



#ড্রাইভিং শিক্ষা



#কার ড্রাইভিং

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

নিজেই গাড়ি ড্রাইভিং করে নীলগিরি যাবেন?

নীলগিরি যাবেন,নিজেই গাড়ি ড্রাইভিং করে নীলগিরি

ভ্রমন যাবেন নিলগিরি গারি নিয়ে যাবেন?  নিজে ড্রাইভ করে যাবেন না ড্রাইভার নিয়ে যাবেন?

নীলগিরি  বান্দরবন থেকে প্রায় ৫৮ কিলোমটার পাহারি পথ অতিক্রম করে যেতে হয়।
আকা বাকা একদম খাড়া আবার একদম ঢালু আবার শত শত বাক তার মধ্যে আবার রাস্তাও সরু। সেখানে ব্যক্তিগত গারি নিয়ে যেতে অনেকই ভয় পান। বান্দরবনে গারি রেখে অনেকেই চান্দের গারিতে যান সেখানে।

তবে আমি ইনশাআল্লাহ সেখানে তিন বারই নিজে গাড়ি ড্রাইভ করে সেখানে গিয়েছি।  সে এক এক অসাধারন মজার আলাদা অনুভুতি এই পাহারে চূড়ায় উঠছি আবার নিচে নামছি। প্রথম বার কিছুটা ভয় কাজ করছিল এবং বৃষ্টি ছিল। হঠাৎ ই গারি চলে আসে এজন্য সব সময় হ্রন ব্যাবহার করতেই হবে। শুধু বাক আর বাক ব্রেক করতে করতে গারির ব্রেক সু শেষ এবং পোড়া গন্ধ বের হইছিল।  আর মনে হছহিল ব্রেক আবার ফেল করবে নাকি।

আবার গাড়ি ক্রস করতে একটি  থামিয়ে ক্রসিং করতে হয়। বিশাল খারা পাহারি ঢাল গাড়ি নিচে পরলে হয়ত গারিও খুজে পাওয়া যাবেনা।তাহলে কি অবস্থা বুজেন।
৫৮ কিমি রাস্তা হলেও মনে হয় রাস্তা শেষ ই হয়না
কারন উচু আকা বাকা তাই গতিতে ড্রাইভ করা যাছছেনা।
মনে এক অন্য রকম অনুভূতি অনেক ভাল লাগছিল আর মনে মনে ভাবলাম আল্লাহর কি অপরুপ সৃস্টি। 

এখান যত ক্ষন গারি চালাবেন তত ক্ষন আপনাকে ১০০%  মনযোগ ড্রাইভিং এর দিকে রাখবেন। বাকে হ্রন ব্যাবহার করবেন। পারলে এক্সটা ব্রেক সু নিয়ে যাবেন।

তবে ভয়ের কিছু নেই। খুব সহজে আপনি ড্রাইভ করে যেতে পারবেন।

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

গাড়ি ব্রেক ফেল, গাড়ি ব্রেক ফেল কি ,গাড়ি ব্রেক ফেল কিভাবে হয়

গাড়ি ব্রেক ফেল, গাড়ি ব্রেক ফেল কি ,গাড়ি ব্রেক ফেল কিভাবে হয়।

ব্রেক ফেল হলে রক্ষা নাই এমন একটি ধারনা আছে কিন্তু আসলে কি।  ব্রেক ফেল মানে ব্রেক কাজ না করা।  ব্রেক কাজ না করলে স্বাভাবিক যে কোন কিছু হতে পারে কিন্তু এটি কেন হয়?

গাড়ির কাজের প্রতি উদাসীন থাকলে এটি হয়। সঠিক সময়ে গাড়ির কাজ গুলো ঠিক করলে গাড়ি ব্রেক ফেল না হবার সম্ভবনাই বেশি।


see How to break fail car how to break oil fall

https://youtu.be/1VQ3DhzuYe0




গাড়ী যেভাবে ব্রেক ফেল হয়#ব্রেক ফেল হলে কি


সোমবার, ৬ আগস্ট, ২০১৮

সড়ক দুর্ঘটনা রোধে যেভাবে গাড়ি চালানো উচিৎ

দুরঘটনা রোধে যা যা মানতে হবেঃ
সড়ক দুর্ঘটনা রোধে গাড়ি চালানো





# মোড় বাকে গতি নিয়ন্ত্রন করতে হবে

# রাস্তার অবস্থা বুজে গতির উপর খেয়াল রাখতে হবে।

# অন্য চালক ভুল করে অভার টেক করতে গেলে তাকে যেতে দিতে সাহায্য করতে হবে।

# ক্লান্ত অবস্থায় বা মানসিক চাপ থাকলে গাড়ি চালানো যাবেনা

# গাড়ির ফিটনেস ১০০% স ঠিক রাখতে হবে

# সব সময় নেগেটিভ ধারনা রাখতে হবে অনুমান করে গাড়ি চালানো যাবেনা

#বাকে বেশি দুরঘটনা ঘটে থাকে তাই বাক গুলোকে প্রশস্ত করতে হবে।

#রাস্তার পাশে সংকেত চোখে যেন পরে সে  লক্ষে কাজ করতে হবে।

#ওভারটেক করতে গিয়ে হুরাহুরি বাদ দিতে হবে

#আপনার পক্ষে যদি ৯০%  যদি না থেকে থা হলে সেই কাজটি করবেননা

 #ড্রাইভিং করতে গিয়ে  অনুমানের দাম নেই অনুমান করে ধারণা করা যাবেনা।

#ড্রাইভিং করার সময় সকল চিন্তা মুক্ত থাকা মোবাইল ব্যভহার না করা।
#গাড়ির ফিটনেস ১০০% না থাকলে গাড়ি রাস্তায় চলতে না দেয়া।

#সকল ড্রাইভারদের রাজনীতি মুক্ত রাখা।

#অথিক কর্মশালা করা মানসিক ভাবে উদীপ্ত করতে নানা আয়োজন করা।

#ট্রাফিক আইন না মানলে কঠোর ভাবে শাস্তির বিধান করা।

তাহলে হয়ত আমরা এই মহামারি থেকে মুক্তি পেতে পারি।

আমরা জনসচেতনতার জন্য  ও সবাইকে আহব্বান করছি নিরাপদ সড়কের লক্ষে খুদ্র কাজ করে চলেছি।



গাড়ি চালাতে কি কি খেয়াল রাখা জরুরি- ভিডিও

https://youtu.be/1YPbzKN1TZ0