সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

নিজেই গাড়ি ড্রাইভিং করে নীলগিরি যাবেন?

নীলগিরি যাবেন,নিজেই গাড়ি ড্রাইভিং করে নীলগিরি

ভ্রমন যাবেন নিলগিরি গারি নিয়ে যাবেন?  নিজে ড্রাইভ করে যাবেন না ড্রাইভার নিয়ে যাবেন?

নীলগিরি  বান্দরবন থেকে প্রায় ৫৮ কিলোমটার পাহারি পথ অতিক্রম করে যেতে হয়।
আকা বাকা একদম খাড়া আবার একদম ঢালু আবার শত শত বাক তার মধ্যে আবার রাস্তাও সরু। সেখানে ব্যক্তিগত গারি নিয়ে যেতে অনেকই ভয় পান। বান্দরবনে গারি রেখে অনেকেই চান্দের গারিতে যান সেখানে।

তবে আমি ইনশাআল্লাহ সেখানে তিন বারই নিজে গাড়ি ড্রাইভ করে সেখানে গিয়েছি।  সে এক এক অসাধারন মজার আলাদা অনুভুতি এই পাহারে চূড়ায় উঠছি আবার নিচে নামছি। প্রথম বার কিছুটা ভয় কাজ করছিল এবং বৃষ্টি ছিল। হঠাৎ ই গারি চলে আসে এজন্য সব সময় হ্রন ব্যাবহার করতেই হবে। শুধু বাক আর বাক ব্রেক করতে করতে গারির ব্রেক সু শেষ এবং পোড়া গন্ধ বের হইছিল।  আর মনে হছহিল ব্রেক আবার ফেল করবে নাকি।

আবার গাড়ি ক্রস করতে একটি  থামিয়ে ক্রসিং করতে হয়। বিশাল খারা পাহারি ঢাল গাড়ি নিচে পরলে হয়ত গারিও খুজে পাওয়া যাবেনা।তাহলে কি অবস্থা বুজেন।
৫৮ কিমি রাস্তা হলেও মনে হয় রাস্তা শেষ ই হয়না
কারন উচু আকা বাকা তাই গতিতে ড্রাইভ করা যাছছেনা।
মনে এক অন্য রকম অনুভূতি অনেক ভাল লাগছিল আর মনে মনে ভাবলাম আল্লাহর কি অপরুপ সৃস্টি। 

এখান যত ক্ষন গারি চালাবেন তত ক্ষন আপনাকে ১০০%  মনযোগ ড্রাইভিং এর দিকে রাখবেন। বাকে হ্রন ব্যাবহার করবেন। পারলে এক্সটা ব্রেক সু নিয়ে যাবেন।

তবে ভয়ের কিছু নেই। খুব সহজে আপনি ড্রাইভ করে যেতে পারবেন।