মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

গাড়ীর এসি ঠান্ডা বাড়াতে করনীয়

গাড়ীর এসি ভাল রাখতে কি করনীয়



১। ভাল কম্পেস্রর ব্যবহার করতে হবে

২। গাড়ির ফ্যান ঠিক চলছে কিনা ও ভাল করে ঘুরছে কিনা লক্ষ্য করুন

৩।কন্ডেন্সার এর মধ্যে ধুলোবালি জমে থাকে তা প্রেসার দিয়ে পানি মেরে পরিষ্কার রাখা

৪।এসির পাইপ গুলো পরিষ্কার রাখা

৫। কুলিং চেম্বারে অনেক পরিমাণ ধুলোবালি জমে কুলিং চেম্বার বছরে ১ বার পরিষ্কার করা
৬।ভাল গ্যাস রিফিল করা

৭।ফিল্টার ও কুলিং চেম্বার এর নিচে ফ্যান ক্লিন রাখা

৮। সপ্তাহে অন্তত ১ দিন রেডিওটার ও কন্ডেন্সারে প্রেসারে পানি দেয়া

এছাড়া থারমোস্টাট ঠিক মত ওটো হচ্ছে কিনা সেটাও দেখবেন কারন অটো ঠিকমত না হলে কম্পেসারের উপর চাপ পরে তাতে অনেক সমস্যা হতে পারে

দেখুন সমাধানঃ safedrivebd