মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

সেফ ড্রাইভিং করতে হলে যা যা মানতেই হবে


সেফ ড্রাইভিং : safedrivebd

সেফ গাড়ি  চালাতে যা যা মানা উচিত।
ড্রাইভিং করতে অনেকেই জানে কিন্তু অভিজ্ঞ হতে অনেক সময় লাগে। কারন আপনি যত গারি চালাবেন তত অভিজ্ঞ হবেন।

কিন্তু কিছু নিয়ম আছে যা না মানলে বিপদ। ড্রাইভিং করতে কোন আবেগের সুযোগ নেই। হাসি তামাসার বিষয় নেই।

আমাদের দেশে গাড়ি চালানোয় নিয়ম মানেনা বললেই চলে। নিজের ভুলের চাইতে অন্যের ভুলে আমারা দুর্ঘটনায় পতিত হই বেশি।

আমাদের দেশে এত সড়ক দুরঘটনা কারন আমাদের দেশের চালকদের অতি রঞ্জিত ঘারতেরামি ছাড়া কিছুই নয়। এছাড়া মহা সড়কে  নসিমন ,অটোরিকশা, অনেক বড় ধরনের প্রভাব ফেলে । 
মহামারি এই সমস্যা থেকে বাচতে হলে নিজেকে সাবধান থাকা ছাড়া উপায় নেই।

 সড়ক দুরঘটনায়  ২০১৬ সালে ৩৪১২  জন,  ২০১৬ সালে ৬৮২৩ জন, ২০১৭ সালে ৭৩৯৭ জন নিহত হয়। পরিসংখ্যান দেখেই যাব দুঃখপ্রকাশ করব তদন্ত কমিটি করব
আর আমাদের প্রান যাবে রাস্তায়। 


সেফড্রাইভ করতে কিছু কথা:

  • সব সময় নেগেটিভ ধারনা রাখুন  কিছু একটা হতে পারে কিছু একটা আসতে পারে কিছু একটা  বাকে থাকতে পারে।
  • কনফিডেন্ট থাকবে তবে ওভার কনফিডেন্ট একদম না।
  •  যে কোন সিধান্ত আপনার পক্ষে ৮০ শতাংশ থাকতে হবে।
  • লাউডলি গান বাজানো উচিত নয় বা হই হুল্লোর না করা
  • ওভার টেক করতে গিয়ে সিধান্তহীনতায় না ভোগা আপনার পক্ষে ৮০ % গেলে ওভার টেকে যাবেন। 
  •  সব সময় গারির এন্টিকাটার ব্যাবহার করুন।
  •  মন শরির বা ভাল ঘুম না হলে লং ড্রাইভে না যাওয়া উত্তম।
  • গারির ফিটনেস সব সময়  চেক করুন ত্রুটিমুক্ত রাখুন গারির চাকা অবশ্যই ভাল লাগাবেন.

রাস্তায় দুরগটনা আপনার ভুলে না হলেও অন্যের ভুলে হতে পারে তাই সব সময় চোখ কান খোলা রাখুন।  
মোবাইল থেকে একদম বিরত থাকুন। রাস্তার বা মহাসড়কের সাইন খেয়াল রাখুন।
ধরে  নিন আসতে পারে,থাকতে পারে,হতে পারে

ভাল লাগলে আমাদের youtube channel safedrivebd তে যোগ দিন

#safedrivebd, safedrive tips bd, car drivingbangla, Driving bangla