শাখাওয়াত ফয়সালঃ
ঈদে বাড়িতে নিজের গাড়ি নিয়ে যাওয়া এক অন্য রকম আনন্দ।নিজেই ড্রাইভিং করে যারা যাবেন তাদের অনুভুতি একেবারেই আলাদা। কস্ট যতই হোক যেতেই হবে।
আমি নিজে যাই বলে এর আনন্দটা বুঝি।যাক আমাদের আনন্দ যেন আল্লাহ সব সময় রাখেন।
আজ আমরা কথা বলব আমাদের 'ড্রাইভিং নিয়ে' নিরাপদে ঈদে বাড়ি ফিরতে সেফ ড্রাইভিং করতে আমার কিছু অভিজ্ঞতা থেকে লিখলাম।
কিন্তু কিছু নিয়ম আছে যা না মানলে বিপদ। ড্রাইভিং করতে কোন আবেগের সুযোগ নেই। হাসি তামাসার বিষয় নেই।
আমাদের দেশে গাড়ি চালানোয় নিয়ম মানেনা বললেই চলে। নিজের ভুলের চাইতে অন্যের ভুলে আমারা দুর্ঘটনায় পতিত হই বেশি।
আমাদের দেশে এত সড়ক দুরঘটনা কারন আমাদের দেশের চালকদের অতি রঞ্জিত ঘারতেরামি ছাড়া কিছুই নয়। এছাড়া মহাসড়কে নসিমন ,অটোরিকশা, অনেক বড় ধরনের প্রভাব ফেলে । মহামারি এই সমস্যা থেকে বাচতে হলে নিজেকে সাবধান থাকা ছাড়া উপায় নেই।
কখন যাবেন: ঈদের সময় ঈদের শেষ ৫ /১০ দিন থাকে একদম বাড়তি চাপ। আপনাকে এই সময়ে যেতে হবে। সিধান্ত নিবেন আপনি কখন যাবেন। আপনার অফিস বা কাজের ছুটি অনুযায়ী আপনাকে যেতে হবে।
রাতে না দিনে যাবেন: ঈদের সময় অনেক হুরাহুরি থাকে চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালায়। তারা অতি ভাল চালক তাই আত্মনিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ছোট গাড়ি হলে কথাই নেই।
আপনি বা আপনার ড্রাইভার যেই হোক খুবই সাবধানে গাড়ি চালাবেন। আপনার ভুলে কি না হলে অন্যের ভুলে অনেক কিছু হতে পারে।
আপনি অনেক এক্সপার্ট না হলে রাতে না গিয়ে ভোর রাতে যেতে পারেন।
আমরা জানি প্রতি বছর কি পরিমান দুর্ঘটনা ঘটে।
যে কারনে ঘটে দুর্ঘটনা ঘটে: যে কারনেই হোক বা না হোক আমাদের দেশে একটি মহামারি আকার ধারন করেছে।
এ থেকে পরিত্রাণলাভ করার আপদত কোন সুযোগ নেই বলে আমার মণে হয়।পরিসংখ্যান যা বলে তা আর নাই বলি। কিছুদিন আগে একটি রিপোর্ট এ বল হয়েছে " একমাত্র চালকের খামখেয়ালির কারনেই ৮০ শতাংশ দুর্ঘটনা ঘটছে।
তাহলে খামখেয়ালিরর বন্ধ করার উপায় আসলে আমার জানা নেই।
Safedrive সেফলি গাড়ি চালাতে পথে কি করনীয় :
# সব সময় নেগেটিভ ধারনা রাখুন। সবাই আপনার বিপক্ষে ভাবুন।
#তাড়াহুড়া করাই যাবেনা কেহ আগে যেতে চাইলে যেতে দিন।
# ওভারটেক করতে গেলে অবশ্যই আপনার পক্ষে ৮০ % গেলেই যাবেন। বেশি বেশি হ্রন দিন।
#গাড়ির এণ্টিকাটার ও হেড লাইট ব্যবহার করুন।
# রাস্তার দুইপাশের বিভিন্ন সংকেত চিহ্ন লক্ষ রাখুন।
# হতে পারে, আসতে পারে, থাকতে পারে, ধরে রাখুন।
# গাড়ির পেছনে থাকাকালিন ডানে নিতে গেলে অবশ্যই ডানে উকি দিয়ে ভাল করে দেখে নিন। গাড়ি সহ ডানে যাবেননা না দেখে একটুও ডানে নিবেনা।
# মোবাইল থেকে দুরে থাকুন
#উচ্চ শব্দে গান বাজাবেন না।
# গাড়ির চাকা গারির ফিটনেস অবশ্যই চেক করিয়ে নিবেন।
গতি নিয়ন্ত্রন রাখুন।
অতি কনফিডেন্ট না থাকা উত্তম। কনফিডেন্ট থাকবে কিন্তু অতি কনফিডেন্ট নয়।
ড্রাইভিং এ কোন অনুমানের সুযোগ নেই। নিজের চোখে না দেখে কিছুই করা যাবেনা।
ড্রাইভিং এ কোন অনুমানের সুযোগ নেই। নিজের চোখে না দেখে কিছুই করা যাবেনা।
সবার ঈদ হোক আনন্দময় এই কামনায় সবাই ভাল থাকবেন।
লেখাটি ব্যবহার করলে অবশ্যই ক্রেডিট দিবেন safedrivebd channel কে ।
email: safedrivingbd@gmail.com
join our Youtube channel
copywrite: safedrivebd