ঈদে গাড়ি বা মটসাইকেল নিয়ে বাড়ি ফেরা কি কি বিষয় সাবধানতা মেনে চলতে হবে। সেফলি যেতে চাই পররিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন আমাদের কান্না ভাগা ভাগি নানা করতে হয়।
# ঈদের সময় রাস্তা অনেক ব্যস্ততম থাকবে তাই দূর পাল্লার গাড়ি আমরা যতই বলি তারা হুরা করবেই তাই আপনি প্রতিযোগিতায় যোগ দিবেন না।
# কোন গাড়ি আগে যেতে চাইলে সাইড দিয়ে দিন।
# রাস্তায় একসাথে গারির সিরিয়াল থাকলে ওভার টেকে সাব ধান থাকুন হুট করে অন্য গাড়ি ফলো করে সামনে না থেকে যাবেন না বা না দেখে ডানে নিবেননা।
# রাত হলে আরও সাবধান হবেন সামনে গারির সিরিয়াল থাকলে এন্টিকাটার ব্যব হার ক রুন আপার ডিপার দিন.
।
।
# অচেনা রাস্তা হলে অবশ্যই স্পিড বেকার খেয়াল রাখুন। রাস্তার অবস্থা দেখেই বাজার বা কোলাহল এলাকায় আগে থেকেই ধরে নিন স্পিড বেকার আছে।
# কনফিডেন্ট থাকবে ওভার কনফিডেন্ট নয়
# গারির ফিটনেস চেককরে নিন
লেখাটি ব্যবহার করলে অবশ্যই ক্রেডিট দিবেন safedrivebd channel কে ।
# কনফিডেন্ট থাকবে ওভার কনফিডেন্ট নয়
# গারির ফিটনেস চেককরে নিন
# রাস্তার দুইপাশের বিভিন্ন সংকেত চিহ্ন লক্ষ রাখুন।
# হতে পারে, আসতে পারে, থাকতে পারে, ধরে রাখুন।
# গাড়ির পেছনে থাকাকালিন ডানে নিতে গেলে অবশ্যই ডানে উকি দিয়ে ভাল করে দেখে নিন। গাড়ি সহ ডানে যাবেননা না দেখে একটুও ডানে নিবেনা।
# মোবাইল থেকে দুরে থাকুন
#উচ্চ শব্দে গান বাজাবেন না।
# গাড়ির চাকা গারির ফিটনেস অবশ্যই চেক করিয়ে নিবেন।
গতি নিয়ন্ত্রন রাখুন।
অতি কনফিডেন্ট না থাকা উত্তম। কনফিডেন্ট থাকবে কিন্তু অতি কনফিডেন্ট নয়।
ড্রাইভিং এ কোন অনুমানের সুযোগ নেই। নিজের চোখে না দেখে কিছুই করা যাবেনা।
ড্রাইভিং এ কোন অনুমানের সুযোগ নেই। নিজের চোখে না দেখে কিছুই করা যাবেনা।
সবার ঈদ হোক আনন্দময় এই কামনায় সবাই ভাল থাকবেন।
লেখাটি ব্যবহার করলে অবশ্যই ক্রেডিট দিবেন safedrivebd channel কে ।